দূর দূর কলঙ্কিণী বলে সব লোকে গো।
না জানি কাহার ধন নিলাম আমি গো।।
কারো সনে না কহি কথা থাকি ভয় করি গো।
তবু ত দারুণ লোকে কহে নান কথা গো।।
তার সনে মোর দেখা নাই মিছা কথা রটে গো।
দেখা হইলে কইত যদি তার বোলে সইত গো।।
মিছা কথা কইয়ে পরের মন ভারি করে গো।
হয় কি না হয় মনে আপনা বুঝি দেখ গো।।
পর কুচ্ছার ধরম মেনে কেমনে করে সয় গো।
চণ্ডীদাস কয় লোকে মিছে কথা কয় গো।।