দূর দূর কলঙ্কিনী বলে সব লোকে গো।
না জানি কাহার ধন কিবা আমি নিলু গো।।
কারো সনে না কহি কথা থাকি ভয় করি গো।
তবূত দারুণ লোকে কহে নানা কথা গো।।
তার সনে মোর দেখা নাহি পরিচয় গো।
দেখা হইলে কইত যদি তার বোল সইত গো।।
মিছা কথা ক’য়া পরের মন ভারি করে গো।
পরকুচ্ছায় ধরম মেনে কেমন করি সয় গো।।
চণ্ডীদাস কয় লোকে মিছে কথা কয় গো।
আপন মনে বুঝে দেখ হয় কি না হয় গো।।