দেখছ নি কেউ তোরা গো কি আনন্দ শ্যামচান্দের ঘরে। ধু
হায় গো চল তোরা যাব আমার বন্ধু দেখিবারে গো।
ফুল বাগানে যাই গো আমরা ফুল তুলিবারে।
হায় গো তুলব ফুল গাথব মালা দিব বন্ধের গলে।
আকুল কলির বন্ধের পিরীতে আমারে।
হায় গো নাচিয়া নাচিয়া যাইব আমরা বন্ধুয়ার হুজুরে গো।
কইন ছাবাল আকবর আলী মন উচাটন করে।
হায় গো নবরঙ্গে বাদ্য বাজে আর বাজে নেপুরে গো।