দেখা দিল আনন্দিতে, শ্যাম রায় দেখা দিল। ধু
হায় গো অচানক শ্যাম রূপ নয়ানে লাগিল।
দেখিয়া যৈবনের বারি, হুসে না রহিতে পারি।
হায় গো চকমক পাথর যেমন চমকিতে লাগিল।
নয়ানে লাগিয়াছে যারে, জীবন না ভুলি তারে।
হায় গো সে রূপ বিহনে মনে হইয়াছে বাহুল।
ছাবাল আকবর আলী বলে, আফছুছে কলিজা জ্বলে।
হায় গো দেখাইয়া গৌরাঙ্গ রূপ পাগল করিল ।