দেখ দেখি গৌর নওল কিশোর।
স্বাধীন-ভর্ত্তৃকা সুবর-নায়িকা-
ভাবে বুঝি ভেল ভোর।।
কহত গদগদ শুনহ বিদগধ
প্রাণ-বল্লভ মোর।
বেশ বেশ কর সীথে সিন্দুর
ভালে তিলক উজোর।।
পীন পয়োধরে নখর-বীদরে
পুরহ মৃগ-মদ-সার।
কানে কুণ্ডল কমল কুবলয়
গলহিঁ মোতিম-হার।।
এতহুঁ কহি পুন কাঁপয়ে ঘন ঘন
নয়নে আনন্দ লোর।
এ রাধামোহন- দাস চীতিহি-
কিছু না পাওল ওর।।