দেখ দেখ গোরানট রঙ্গ।
কীর্ত্তন মঙ্গল মহারাস মণ্ডল
উপজিল পুরবপ্রসঙ্গ।।ধ্রু।।
নাচে পহু নিত্যানন্দ ঠাকুর অদ্বৈতচন্দ্র
শ্রীনিবাস মুকুন্দ মুরারি।
রামানন্দ বক্রেশ্বর আর যত সহচর
প্রেমসিন্ধু আনন্দলহরী।।
ঠাকুর পণ্ডিত গায় গোবিন্দ আনন্দে বায়
নাচে গোরা গদাধর সঙ্গে।
দ্রিমিকি দ্রিমিকি ধৈয়া তা থৈয়া তা থৈয়া থৈয়া
বাজত মোহন মৃদঙ্গে।।
যত যত অবতারে সুখময় সুখ-সারে
এই মোর নবদ্বীপনাথে।
যার যেই নিজ ভাব পরতেকে দেখে সব
নয়নানন্দের রহু চিতে।।