দেখ দেখ গৌর প্রেম-রস-ধাম।
পদনখে জীতল কতহুঁ শশী-কুল
লাখ লাখ মদযুত কাম।।
চকিত বিলোকনে সব দিশ হেরই
ঝাঁপই চম্পক-অঙ্গ।
আপদ মস্তক পুলকহিঁ পূরিত
নিরুপম ভাব-তরঙ্গ।।
খেনে মৃদু হাসি কহই সো পিরীতি
যৈছন হেম দশবাণ।
শ্যাম নাগর মোয় প্রাণ-মনোহর
কহইতে ঝরই নয়ান।।
ভাবহিঁ বিবশ কহই বরজ-রস
অভিনব তৈছে পরকাশ।
পরমানন্দ সার মহাভাব অবতার
ভণ রাধামোহন দাস।।