দেখ দেখ সখি নিকুঞ্জ মন্দিরে
বিনোদী বিনোদ রঙ্গ।
নবীন কিশোরী নবীন প্রেম
নবীন মদন সঙ্গ।।
আধ শিরে শোভে বেণী ভুজঙ্গিনী
খেলিছে কতেক রঙ্গে।
আধ শিরে কিবা ময়ূর নৃত্য করে
ময়ূরিণী করি সঙ্গে।।
ভ্রমর চকোর আসিয়া মিলল
দোঁহে করে মহা দ্বন্দ্ব।
ভ্রমর কহয়ে কমল উদয়
চকোর কহিছে চন্দ।।
যাহার যেমন ভাবের উদয়
সে দেখে তেমন রঙ্গে।
আধ গলাতে মোতিম হার
বনমালা আধ অঙ্গে।।
এক করেতে নীলমণি চুড়ি
এক করে শোভে বালা।
দোঁহার অঙ্গ আধ আধ হইল
এ কি বিষম জ্বালা।।
আধ কটিতে পীত বসন
নীল শাড়ী আধ বেড়া।
নবীন তমালে জাম্বুনদ লতা
জানুর উপরে জড়া।।
এক চরণে মঞ্জীর বাজয়ে
যাবক অতি সাজে।
এক চরণে সোনার নূপুর
রুনু ঝুনু ঝুনু বাজে।।
দেখিয়া সখীর বিস্ময় হইল
রসবতী রসরাজে।
ডালেতে বসিয়া শুক শারী দোঁহে
আনন্দেতে গুণ গাজে।।
স্বর্ণলালি কয় রাই শ্যামের
প্রেম সুখরস আশে।
দোঁহার বিলাস দেখয়ে রঙ্গে
রসের তরঙ্গে ভাসে।।