অসকালে গেলাম যমুনার কূলে। বঁধূরে হেরিলাম নীপ তরুমূলে।। দলিতাঞ্জন চিকণ রূপ। আ মরি মরি রসের ভূপ।। কেনে সে রূপে সখী দিলাম আঁখি। নয়ন মন মোর হইল পাখী।। উড়িয়া বসিলাম সে রসকূপে। আঁখি প্রাণ মোর হারাইল রূপে।। নবীন মেঘেতে বিদ্যুৎছটা। হস্তে পদে দেখি চাঁদের ঘটা।। মুখানি দেখিলাম পূর্ণিমার চাঁদ। তরুণীর মন নয়ন ফাঁদ।। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ায়ে […]
keyboard_arrow_right