(রমণি) ধনি ধনি বনি অভিসারে।
সঙ্গিনী রঙ্গিণী রাগ-তরঙ্গিণী
সাজলি শ্যাম-বিহারে।।
লোচন খঞ্জন- গঞ্জন রঞ্জন
অঞ্জন বসন বিরাজে।
কিঙ্কিণী রনরনি রঙ্করাজ ধ্বনি
মল্ল মনোহর বাজে।।
সজলি মদন- কলাবতী রাধা
যুবতী-বৃন্দ করি সাথে।
রাজহংস গজ- গমনবিড়ম্বন
অবলম্বন সখী হাতে।।
চলইতে চরণ সঙ্গে চলু মধুকর
মকরন্দ পানকি লোভে।
সৌরভে উনমত ধরণী চুম্বই কত
চরণ-চিহ্ন যাহা শোভে।।
কনক-লতা জিনি জিনি সৌদামিনী
বিধির অবধি রূপ রাধে।
যদুনাথ দাস ভণে গমন নিকুঞ্জ-বনে
পুরাইতে শামর-সাধে।।