ধনি ধনি রমনি জনম ধনি তোর।
সব জন কানু কানু করি ঝূরএ
সো তুআ ভাব-বিভোর।।
চাতক চাহি তিয়াসল অম্বুদ
চকোর চাহি রহু চন্দা।
তরু লতিকা অবলম্বনকারি
মঝু মন লাগল ধন্দা।।
কেস পসারি জবহুঁ তুহুঁ আছলি
উর পর অম্বর আধা।
সোসব হেরি কানু ভেল আকুল
কহ ধনি ইথে কি সমাধা।।
হঁসইত কব তুহু দসন দেখাএলি
করে কর জোরহি মোর।
অলখিত দিঠি কব হৃদয় পসারলি
পুন হেরি সখি কৈলি কোর।।
এতহু নিদেস কহল তোহে সুন্দরি
জানি ইহ করহ বিধান।
হৃদয়-পুতলি তুহুঁ সো সূন কলেবর
কবি বিদ্যাপতি ভান।।