ধনী কহে প্রাণ-নাথ শুন মোর বাণী।
দাসীরে বিদায় দেহ গৃহে যাই আমি।।
কানু-মনোরথ ধনী করিলা পূরণ।
সুবল-বেশেতে ধনী করিলা গমন।।
বিদায় হইয়া ধনী যায় ধীরে ধীরে।
উপনীত হৈলা ধনী রন্ধনমন্দিরে।।
রাই দেখি আনন্দিত সুবল হইলা।
নিজ নিজ আভরণ তুরিতে পরিলা।।
ধনীরে কহিয়া সুবল আনন্দে চলিলা।
রাধা-কুণ্ড তীরে আসি উপনীত হৈলা।।
রাধা-কুণ্ড তীরেতে বসিয়া শ্যাম রায়।
নাচিতে নাচিতে সুবল মিলিলা তথায়।।
সুবল দেখিয়া তবে কহিলা মুরারি।
তোমার কারণে আজি পাইলাম কিশোরী।।
হাস্য পরিহাস্য করে সুবল লইয়া।
সঙ্গের রাখাল সব মিলিলা আসিয়া।।
যমুনার তীরে কৃষ্ণ করিলা পয়ান।
সুবল মিলন রস যদুনাথ গান।।