ধনী কুন্দলতা বিশাখা ললিতা
রাইরে আনিয়া ঘরে।
রাধিকা রতন করিয়া যতন
সোঁপিল জটিলা করে।।
বিবিধ ভূষণ বিচিত্র বসন
দেখিয়া বধূর অঙ্গে।
সাদরে আদর করিয়া সভার
বসাল আপন সঙ্গে।।
শুন কুন্দলতা কহি সব কথা
যশোদা আমার ঝি।
এ ঘর সে ঘর সকলি তাহার
নিশ্চয় করিয়াছি।।
না দেখি নয়নে না শুনি শ্রবণে
বসিলে উঠিতে নারি।
শরীর অচল সদাই বিকল
না জানি কখন মরি।।
দেবতা আশিসে থাকুক হরিষে
কোলের কোঙর লৈয়া।
গোধন পালন করুক সঘন
জনম আরতি হৈয়া।।
শুনিয়া উত্তর শেখর চতুর
বিনয়ে কহয়ে রাণী।
তোমার বচন চরিত চলন
সদাই জপেন রাণী।।