নন্দের মন্দিরে আজু বড়ই আনন্দ।
রামকৃষ্ণহাতে দিব গো দোহনভাণ্ড।।
প্রভাতে উঠিয়া নন্দ লৈয়া গোপগণ।
পাত্র মিত্র সহিতে বসিলা সভাজন।।
যত্ন করি যতেক ব্রাহ্মণ মুনিগণে।
আনাইলা নন্দঘোষ করি নিমন্ত্রণে।।
পাদ্য অর্ঘ্য দিয়া নন্দ পূজে মুনিগণে।
রাম কৃষ্ণ বন্দিলেন মুনির চরণে।।
মুনিগণে কহে শুন নন্দ মহামতি।
আজি শুভ দিন হয় শুক্লাষ্টমী তিথি।।
পুত্র-হস্তে দেহ গো দোহনভাণ্ড আজ।
গোষ্ঠপূজা মহোৎসব কর মহারাজ।।
পাইয়া মুনির আজ্ঞা নন্দ মহাশয়।
মহামহোৎসব করে আনন্দ হৃদয়।।
চৈতন্যদাসের মনে পরম উল্লাস।
দেখিল নয়নে গাবীদোহনবিলাস।।