নব কুবলয় দল, কি এ অতসি ফুল
নীল মন্দর নব আভা।
কি এ দলিতাঞ্জন, …..
পাইয়ে শোভা।।
সজনী নীপতরুমূলে কে।
হৃদয়ে নিহিত, মণি-মাল বিরাজিত,
সুন্দর শ্যাম রাজ।।
কুসুমিত চিকুর, বলিত বর বরিহা,
চন্দ্র বিরাজিত ভালে।
আর অপরূপ এ কমল ব্রজ তিলক
চান্দ উদয় ঘনমালে।।
ইন্দু কোটি জিনি, বঅন মনোহর,
অধরে মুরলি রসাল।
জ্ঞানদাস চিত ওরূপ অবিরত,
ভাবিতে থাকউ চিরকাল।।