নাচে শচীনন্দন ভকতজীবন ধন
সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ।
অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস
বাসুঘোষ রায় রামানন্দ।।
নিত্যানন্দ মুখ হেরি বোলে পহুঁ হরি হরি
প্রেমায় ধরণী গড়ি যায়।
প্রিয় গদাধর আসি প্রভার বাম পাশে বসি
ঘন নরহরিমুখ চায়।।
পহুঁ নাহি মেলে আঁখি কহে মোর কাঁহা সখী
কাহাঁ পাব রাই দরশন।
কহ কহ নরহরি আর সম্বরিতে নারি
ইহা বলি ভেল অচেতন।।
এখনি আছিলুঁ তথা কে মোরে আনিল এথা
রাস-রসে নিকুঞ্জ-ভবন।
গেল সুখসম্পদ এবে ভেল বিপদ
বিষাদয়ে এ দাস লোচন।।