না বোল না বোল কানুর বোল
ও কথা নাহিক মানি।
বিষম কপট তাহার প্রেম
ভালে ভালে হাম জানি।।
নিকুঞ্জ কাননে সঙ্কেত করিয়া
তাহাঁ জাগাইল মোরে।
আন ধনি সনে সে নিশি বঞ্চিয়া
বিহানে মিলল দূরে।।
সিন্দূর কাজর সব অঙ্গ পর
কপটে মিনতি কেল।
ছল করি শির সিন্দূর কাজর
আমার চরণে দেল।।
শতগুণ হিয়া আনল জ্বালিল
চলিয়া আইলুঁ বাস।
এ হেন শঠের বদন না হের
কহয়ে অনন্তদাস ।।