নিকুঞ্জে বসিয়া নাগর রসিয়া
বড়ই হইলা দুখী।
রাধার পীরিতি মনে হয় তথি
হিয়াতে না হয় সুখী।।
বাঁশী মুখে দিয়া ব্যথিত হইয়া
পূরত সুস্বর বাণী।
“রাধা রাধা বই আন নাহি কই
তুরিতে গমন ধ্বনি।।”
এই বাঁশী কয় মধুরস প্রায়
ঘনে ঘনে কহে ‘রাই’।
বাঁশীতে সকলি নিশান ব্যাকত
ভাবিয়া অস্থির তাই।।
শুনি পশু পাখী পুলকিত মানে
বনের হরিণী যত।
বাউল হইয়া মিলাইছে শিলা
শুনি সে মুরলী-গীত।।
মান ভাঙ্গাইতে পূরিল মুরলী
রাধার না ঘুচে মান।
অতি সে কোপিত না হয় সরল
দ্বিজ চণ্ডীদাস গান।।