নিকুঞ্জ মন্দিরে দেখ অদভূত রঙ্গ।
দুহুঁ শিরে শোভে চূড়া দোঁহেই ত্রিভঙ্গ।।
রাই শিখয়ে বাঁশী নাগর শিখায়।
এক বাঁশী আধ আধ ধরিল দোঁহায়।।
রাই ভেল বিনোদ মুরলী শ্রুতিধর।
অঙ্গুলি লোলায়ে ভেদ জানায় নাগর।।
শ্যাম কহে বাজাও দেখি বিনোদিনী রাই।
যেই নামে উপাসনা সদাই ধেয়াই।।
নিজ নাম রাই বাঁশী পুরিল অধরে।
শ্যাম নাম ডাকিছে আপন বামাস্বরে।।
রাই কহে নিজ নাম বাজাও দেখি শ্যাম।
তোমার মুখে তোমার বাঁশী শুনি অনুপাম।।
নিজ নামে শ্যাম তবে বাঁশী পূরে আধা।
জ্ঞানদাস কহে বাঁশী বাজে রাধা রাধা।।