নিকুঞ্জ মন্দিরে শেজ বিছায়ই
সঘনে কাঁপয়ে দেহ।
নীল নিচোল সো তনু ঝাঁপল
পবনে না রহে থেহ।।
সুকুমারি কত না সহিবে দুখ।
মন্দিরে রচিত তুলি পরিযঙ্ক
তেজিয়া সে সব সুখ।।
কপট কামুক পিরিতি লাগিয়া
আয়ল সঙ্কেত গেহা।
কোন কলাবতি সঞে বিলসয়ে
তেজিয়া এ হেন নেহা।।
এ ঘর বাহির করিতে কতই
চমকিত হৈয়া চাহে।
ঘন বসি উঠে দেখি প্রাণ ফাটে
শিবরাম দাস কহে।।