নিশি অবশেষ জানি নিশ্বাস ছাড়িয়া ধনি
সখীগণে কহে বারে বারে।
আমারে নৈরাশ করি চন্দ্রাবলীর কুঞ্জে হরি
নিশি বাস কৈল তার ঘরে।।
প্রভাতে আসিবে রসরাজ।
সভে এক যোগ হয়ে শ্যাম পানে না চাহিয়ে
শঠের পিরিতে নাহি কাজ।।
আমার শপথ রাখ শ্যাম অঙ্গ নাহি দেখ
চিত রাখ উমাপতি পায়।
বৃন্দাবন বাস ছাড়ি চলহ কৈলাস গিরি
এড়াইয়া বিরহের দায়।।
এথা ফেরি নাগর উচকিত অন্তর
চাহে চন্দ্রাবলীরে বিদায়।
বলরাম দাসে কয় থাকিতে উচিত নয়
ঘন ঘন অনুমতি চায়।।