পতিতপাবন অবতরি।
কলি-ভুজঙ্গম দেখি হরিনাম দিয়া রাখি
আপনে হইলা ধন্বন্তরি।।
কলিযুগে চৈতন্য অবনী করিল ধন্য
পতিতপাবন যাব বানা।
পুরবে রাধার ভাবে গৌর হইলা এবে
নিজরূপে যেন কাঁচা সোনা।।
গদাধর আদি যত মহামহাভাগবত
তারা সব হরিগুণ গায়।
অখিলভুবন-পতি গোলোকে যাহার স্থিতি
হরি বলি অবনী লোটায়।।
সোঙরি পুরব গুণ মুরুছয়ে পুনপুন
পরশে ধরণী উলসিত।
চরণকমল কিবা নখচন্দ্র করে শোভা
গোবিন্দদাস দীন বঞ্চিত।।