পতিতপাবন প্রভুর চরণ
শরণ লইল যে।
ইহলোক পরলোক
সুখে লীলা পাওল সে।।
শুন শুন সুজন ভাই
ভাঙ্গল সকল ধন্দ।
মনের আঁধার সব দূরে গেল
ভাবিতে ও রূপচন্দ।।
ও রূপলাবণি সে দিঠি চাহনি
সে মন্দ-মধুর হাসি।
ও ভুরু ভঙ্গিম অধর রঙ্গিম
উগারয়ে পীযূষরাশি।।
ও পদ চাঁদে কত না ছন্দে
লীলা উড়ুর গণে।
বিবিধ বিলাসে বিনোদ বিলাসে
গোবিন্দদাস সে জানে।।