পহিলহি যব ধনী মিলল পাশে।
পন্থ ছরম ঘরম আসোয়াসে।।
কি কহব এ সখি রমণী সোহাগ।
ঐছন হেরিয়ে নাগর অনুরাগ।।
আদর করি ধনী বৈঠায়ল পাশে।
নিজ হাতে বীজন যেই করই বাতাসে।।
জল দেই ধোয়ত সো মুখইন্দু।
বসনে মুছায়ল ঘামক বিন্দু।।
সরস চন্দন অঙ্গে আপনে মাখাই।
নিরখি বদন কহ বলিহারি যাই।।
কপূর তাম্বুল বদনে ধরি পূর।
গোপাল দাস তহি হেরই দূর।।