পুত্র কোলে করি জসদা সুন্দরী
* * লোলে ভাসে।
প্রসব-বেদনা সব পাসরিঞা
মনের সহিত হাসে।।–
“পরম ইশ্বর দেব হৃষীকেশে
র [ * *]আলরি।
তারা তুষ্ট হঞা অনুকুল পাঞা
মোরে পুত্র দিল হরি।।
এমত ছাআল হউক বলিআ
[*] নে ছিল সাদ।
বিধাতা সাপক্ষ হই তার পক্ষ
ঘুচিল মনর বাদ।।”
পুত্র-মুখ হেরি জসদা সুন্দরী
[আন]ন্দে নাহিক থেহা।
সুখের আবেশে নিরন্তর ভাসে
ধরণ না জাএ দেহা।।
“শিব আরাধিআ গো[বিন্দ সে ]বিআ
পাইল অমূল্য ধন।
এত দিনে মোর দুঃখ দূরে গেল
সুস্থির হইল মন।।
ঐছন পুত্রের আ[ছিল বা]সনা
বিহি আনি দিল কোলে।”
হরস বদনে শ্রীমুখ-চুম্বনে
করেন আনন্দ হেলে।।
“শুন, ও[হে ন]ন্দ, কি আজু আনন্দ
শুভ দিন হৈল মোর।
ধন্য করি মানি আপনার প্রাণী
এ ধন পাইল [কোর]।।”
এ নন্দ জসদা সুখে ভাসে সদা
রাত্রি অবশেষ কালে।
গাভীর দোহন করল তখন
আনি জোগাইল ভালে।।
কোটরী পুরিত দুগ্ধ নিজোজিত
পিআই বালক মুখে।
চণ্ডিদাস বলে দেখি ভেল সুখী
ঘুচিল সকলি দুঃখে।।