পুত্র কোলে বসু যায় বারিধারা পড়ে তায়
আঁধারেতে নাহি পায় পথ।
কোলেতে করিয়া হরি দু’নয়নে বহে বারি
মনে মনে ভাবিতেছে কত ।।
শ্রীঅনন্ত হেন কালে দূতপ্রায় হেন চলে
ধীরে ধীরে করয়ে গমন।
অন্তরে দারুণ ব্যথা কেমনে যাইব তথা
মনে মনে স্মরে নারায়ণ।।
যার নাম স্মরি যায় সেই হরি কোলে যার
তাহাতে তাহার কিবা ভয়।
জ্ঞানদাসেতে কয় সামান্য বালক নয়
নদীতীরে উপনীত হয়।।