প্রভাতে জাগিল গৌরচাঁদ।
হেরই সকলে আনহি ছাঁদ।।
ঘুমে ঢুলু ঢুলু নয়ন রাতা।
আলসে ঈষৎ মুদিত পাতা।।
আঙ্গুলি মুড়িয়া মোড়য়ে তনু।
যৈছন অতনু কনক-ধনু।।
দেখিতে আওল ভকতগণে।
মিলিল বিহানে হরিষ মনে।।
মুখ পাখালিয়া গৌরহরি।
বৈসে নিজগণ চৌদিকে বেড়ি।।
নদীয়ানগরে হেন বিলাস।
যদুনাথ দেখে সদাই পাশ।।