প্রাণেশ্বরি এইবার করুণা কর মোরে।
দশনেতে তৃণ ধরি অঞ্জলি মস্তকে করি
এই জন নিবেদন করে ।।ধ্রু
প্রিয় সহচরী সঙ্গে সেবন করিব রঙ্গে
তুয়া প্রিয় ললিতা আদেশে।
তুয়া প্রিয় নিজ সবা দয়া করি মোরে দিবা
করি যেন মনের হরিষে।।
প্রিয় গিরিধর সঙ্গে অনঙ্গ-খেলন রঙ্গে
ভঙ্গ বেশ করাইতে সাজে।
রাখ এই সেবা কাজে নিজ পদ পঙ্কজে
প্রিয় সহচরীগণ মাঝে।।
সুগন্ধিত চন্দন মণিময় অভরণ
কৌষিক বসন নানা রঙ্গে।
এই সব সেবা যার দাসী যেন হঙ তার
অনুক্ষণ থাকোঁ তার সঙ্গে।।
জল সুবাসিত করি রতন ভৃঙ্গারে ভরি
কর্পূর -বাসিত গুয়া পান।
এ সব সাজাইয়া ডালা লবঙ্গ মালতী মালা
ভক্ষ্য দ্রব্য নানা অনুপাম।।
সখীর ইঙ্গিত হবে এ সব আনিব কবে
যোগাইব ললিতার কাছে।
নরোত্তম দাসে কয় এই যেন মোর হয়
দাঁড়াইয়া রহোঁ সখীর পাছে।।