প্রেমের যাজন শুন সর্ব্বজন
অতি সে নিগূঢ় রস।
যখন সাধন করিবা তখন
এড়ায় টানিবা শ্বাস।।
তাহা হইলে মন বায়ু সে
আপনি হইবে বশ।
তাহা হৈলে কখন না হইবে পতন
জগৎ ঘোষিবে যশ।।
বেদবিধি পার এমন আচার
যাজন করিবে যে।
ব্রজের নিত্যধন পায় সেই জন
তাহার উপর কে।।
সদানন্দ হৃদয়ে নয়নে দেখয়ে
যুগল কিশোর রূপ।
প্রেমের আচার নয়ন-গোচর
জানয়ে রসের কূপ।।
চণ্ডীদাস কয় নিত্য বিলাসময়
হৃদয় আনন্দ ভোরা।
নয়নে নয়নে থাকে দুই জনে
যেন জীয়ন্তে মরা।।