পঢ়ত কীর অমিয়া গীর
ঐছন বচনপাঁতিয়া।
কোটি কাম শ্যাম ধাম
নবিননিরদকাঁতিয়া।।
বিজুরিজাল বসন ভাল
রতন ভূষণ শোভয়ে।
আজানুঅন্তি বৈজয়ন্তি
মালে মধুপ লোভয়ে।।
চন্দ্র কোটি করল ছোটি
ঐছন বদন ইন্দুয়া।
মুকুতাপাঁতি দশনকাঁতি
বচন অমিয়া সিন্ধুয়া।।
কামচাপ যুবতিকাঁপ
করয়ে ভাঙ ভঙ্গিমা।
গোরিবদন চুম্বনসদন
ঐছে অধর রঙ্গিমা।।
জানুলম্বিত বাহু ললিত
করভকরক ভাতিয়া।
ও থলকমল জিনি করতল
অঙ্গুলে চন্দ্র পাঁতিয়া।।
গোপীপটল কুচমণ্ডল
লম্পট কর কম্পনা।
বলয়া মণি ভূষণ বনি
কঙ্কণ তাহে ঝঙ্কণা।।
হৃদয় পীন মাঝ খীন
তাহে ত্রিবলিবন্ধনা।।
মরকতমণি- স্তম্ভ জিনিয়া
জঘন জানু ছন্দনা।।
বল্লবী পরি- রম্ভণ করি
নটনরঙ্গে চঞ্চলে।
নূপুররাব সতত গাব
পরশিয়া পটঅঞ্চলে।।
নব রঙ্গিম পদভঙ্গিম
অঙ্গুলে নখচান্দ।
মাধব ভণ রমণীমন
চকোর নিকর ফান্দ।।