পড়িলা ঘোষণা নগর চাতরে
যত যত গোপগণে।
শকটে শকটে পূরিল সকলে
দধি দুগ্ধ ঘৃত সনে।।
বাজায় বাজনা নন্দের দুয়ারে
পড়িয়াছে ধারা ধাই।
এ কথা শুনল ব্রজরামাগণ
কিসের বাজনা ওই।।
এক নব-রামা রাধা পাঠাওল
বুঝহ কি হেতু কাজ।
তুরিত গমন করহ এখন
যাইরে নন্দের মাঝ।।
সেই গোপ-নারী তুরিত গমন
করল নন্দের ঘরে।
যাইয়া দেখল বুঝল সকল
বজর পড়িল শিরে।।
প্রভাত হইলে কৃষ্ণ বলরাম
যাইব মথুরাপুরে।
এ কথা শুনিয়া সেই নব-রামা
তুরিতে গমন করে।।
রাধারে কহিতে চলে সে সখী
শুনহ আমার বাণী।
কহিলে কি হয় হেন মনে লয়
শুনহ রমণী ধনি।।
কহ কহ শুনি কি হৈল গেছিল
কহিতে লাগিল বাণী।
* * * * * *
* * * * * ।।
অক্রূর বলিয়া একজন আইল
কৃষ্ণ বলরাম নিতে।
রথ আরোহণ করিয়া আইল
এবে সে দেখিল ভিতে।।
চণ্ডীদাস বলে নিশ্চয় যাইব
কৃষ্ণ বলরাম দুই।
মূরছিত হয়ে পড়িল গোপিনী
এত দিনে গেল এই।।