বদন কামিনি হে বেকত ন করবে
চউদিস হোএত উজোর।।
চাঁদক ভরমে অমিয় রস লালচে
ঐঠঁ কএ জাএত চকোরে।।
সুন্দরি তোরিত চলিঅ অভিসারে।
অবহি উগত সসি তিমিরে তেজব নিসি
উসরত মদন পসারে।।
অমিয় বচন ভরমহু জনু বাজহ
সৌরভ বুঝত আনে।
পঙ্কজ লোভে ভমরে চলি আওব
করত অধর মধুপানে।।
তোঁহে রসকামিনি মধুকে জামিনি
গেল চাহিঅ পিয় সেবে।
রাজা সিবসিংঘ রূপনরায়ন
কবি অভিনব জয়দেবে।।