বন্দে বরজ-রাজ-কুল-নন্দন
বিজয় করহ হরি জী।
তুহারি চরিত যত কো নাহি জানত
বিচারে বিষয় এত কী।।
মাধব হমারি হারি তুয়া জিত।
তুহুঁ সুপুরুখ-বর সহজে সতন্তর
তোহে কি উচিত অনুচিত।।ধ্রু।।
কবহুঁ নীলাম্বর কবহুঁ পীতাম্বর
কবহুঁ চন্দন চাঁদ ভালে।
কবহুঁ সিন্দূর সমূহ বিরাজই
অঞ্জন-পুঞ্জ মিশালে।।
কবহুঁ হিয়া পর গৈরিক সাজই
কবহুঁ অলক্তক তায়।
চন্দ্রশেখর কহে কি করবি সুন্দরি
যছু চিতে যৈছনে ভায়।।