বন্ধুয়া আসিয়া হাসিয়া হাসিয়া
মিলব আমার পাশে।
তুরিতে দেখিয়া চকিতে উঠিয়া
বদন ঝাঁপিব বাসে।।
তা দেখি নাগর রসের সাগর
আঁচরে ধরিবে মোর।
করে কর ধরি গদগদ করি
কহিব বচন থোর।।
তবহি মলিন দেখিয়া বদন
হইয়া নাগর ভোরে।
আঁখি ছল ছলে গরগর বোলে
কত না সাধিবে মোরে।।
সময় জানিয়া থীর মানিয়া
পূরাব মনের আশ।
এ সকল বাণী ফলিবে এখনি
কহয়ে অনন্তদাস।।