বন্ধুয়া রে, আমি তোমার দর্শন ভিখারী।।
প্রেমশেল হেনে মোরে, গেলে বন্ধু দেশান্তরে, ছিরি পুরে আছ মহানন্দে;
কটাক্ষের মারি’ বাণ, হরিলে যুবতীর প্রাণ, প্রেমানলে বিরহিণীর মনুরায় কান্দে রে
বসন্ত সময় হইল, নানা পুষ্প বিকশিল, ফুল শইয্যা করি অভাগিনী;
পলক না মারি আঁখি, পন্থ নিরখিয়া থাকি, আসার আশায় বসি কাটাই রজনী রে।
দয়ার ভাণ্ডার তুমি, লোক মুখে শুনি আমি, কিঞ্চিৎ দযা করি’ বিতরণ–
অধিনীর নিকেতন, কর বন্ধু পদার্পণ, দয়াভাবে দুখিনীরে দেও দরশন রে।।
রজনী প্রভাত হল, প্রাণ-বন্ধু না আসিল, অভাগীর ললাটে আগুন ;
আশাতে নিরাশ হনু, প্রিয় মুখ না হেরিনু, কোকিলার রবে জ্বালা হইল দ্বিগুণ রে।
শুনো ইয়াছিন বাণী, ওগো সখি বিরহিণী, তব বন্ধুর লীলা অগণন,
থাকে তোর সঙ্গে সঙ্গে, বেড়াইছে কতো রঙ্গে, মনের বন্ধে মান করিয়ে না দেয় দরশন রে।।