বলো বলো কে দেখছ গৌর চাঁদেরে।
গৌর গোপীনাথ মন্দিরে গেল আর ত না এলো ফিরে।।
যার লাগি কুল গেল সেই আমারে ফাঁকি দিলো,
কলঙ্কী নাম প্রকাশ হ’লো কি বল গো আজ আমারে।।
দরশনে দুর্গতি যায় পরশে পরশ করে নিশ্চয়,
হেন চাঁদ হইয়ে উদয় লুকাল কোন শহরে।।
শুধু গৌর নয় গৌরাঙ্গ অন্তরে আছে গৌরাঙ্গ
লালন বলে, হেন সঙ্গ পেলাম না কর্মের ফেরে।।