বিহরে আজু রসিক-রাজ
গৌরচন্দ্র নদিয়া-মাঝ
কুঞ্জ কেশরপুঞ্জ উজোর
কনক-রুচির-কাঁতিয়া।

কোটি কাম রূপ-ধাম
ভুবনমোহন লাবণি ঠাম
হেরত জগত-যুবতি উমতি
ধৈরজ ধরম তেজিয়া।।

অসিম পুণিম-শরদ-চন্দ-
কিরণ-দমন বদন-ছন্দ
কুন্দ-কুসুম নিন্দি সুষম
মঞ্জু দশন-পাঁতিয়া।

বিম্বু-অধরে মধুর হাসি
বমই কতহি অমিয়া-রাশি
শুধই সীধু-নিকর নিঝর
বচন ঐছন ভাতিয়া।।

মধুর বরজ-বিপিন-কুঞ্জ
মধুর পিরিতি-আরতি পুঞ্জ
সোঙরি সোঙরি অধিক অবশ
মুগধ দিবস রাতিয়া।

ভাবে অবশ অলস ধন্দ
চলত চলত খলত মন্দ
পতিত-কোর পড়ত ভোর
নিবিড় আনন্দে মাতিয়া।।

অরুণ নয়ানে করুণ চাই
সঘনে জপয়ে রাই রাই
নটত উমত লুঠত ভ্রমত
ফুটত মরম ছাতিয়া।

উত্তম মধ্যম অধম জীব
সবহুঁ প্রেম-অমিয়া পীব
তহিঁ বলরাম বঞ্চিত একলে
সাধু ঠামে অপরাধিয়া।।