বুঝিয়া তরণী লৈয়া তীরে আইলা শ্যাম।
সফল করিল বিধি পূরল কাম।।
নবনী মাখন ছানা যে ছিল পসারে।
সকল দিলেন শ্যামনাগরের করে ।।
অঞ্জলি অঞ্জলি শ্যাম করেন ভোজন।
ভোজন সমাপি শ্যাম কৈল আচমন।।
সখীগণ সঙ্গে তবে রসবতী রাই।
সেহ লেই ভোজন করু সবে তাই।।
ভোজন সমাপি আচমন করু তাই ।
করযোড়ে শ্যাম আগে কহে ধনী রাই।।
কর অবধান শ্যাম কর অবধান।
অনুমতি কর তবে ঘরেতে পয়ান।।
তুমি পরাণ মোর তুমি গলার হার।
তোমা বিনে সব অঙ্গ লাগে মোর ভার।।
অনুমতি লয়্যা রাই সঙ্গে সখীগণ।
জ্ঞানদাসেতে হেরি জুড়ায় নয়ন।।