বেণুরব শুনি কানে চিতে না ধৈরজ মানে
চমকিয়া অমনি উঠিল।
কে যাবি কে যাবি আয় আয় ত না রহা যায়
বলি ধনী আপনি সাজিল।।
সুচতুর সহচরী বুঝাইছে বেরি বেরি
চল যাব মথুরার বিকে।
গোবিন্দ গোধন লৈয়া পথ পানে আছে চাঞা
বড়াইরে আমি আনি ডেকে।।
সঙ্গে গেলে বড়াই আই পথে কিছু ভয় নাই
গুরুজনা অনুমতি দিবে।
পুরিবে সকল সাধ ইতে নাহিবে বাদ
শ্যাম সঙ্গে পথে দেখা হবে।।
শুনিয়া আনন্দে ধনী কহে সুমধুর বাণী
তবে সভে সাজাও পসরা।
আসিবে বড়াই আই তাহার বিলম্ব নাই
বেশ ভূষা করি গো আমরা।।
বান্ধে কেশ বস্ত্র পরে কুঙ্কুম চন্দন উরে
সিন্দুরের বিন্দু দিল ভালে।
কবরী কানাড়া ছান্দে মুকতার ঝুরি বান্ধে
চম্পক কুসুম তায় দোলে।।
কাঁচলি বান্ধিল আঁটি অঞ্চলে ফাঁদিয়া কটি
রঙ্গিয়া উড়নী দিল গায়।
যদুনাথ দাসে কয় হৃদয় আনন্দময়
ধৃত ঘোলে পসরা সাজায়।।