বড় শেল মরমে রহিল।
পাইয়া দুর্ল্লভ তনু শ্রীগুরু-সেবন বিনু
জন্ম মোর বিফল হইল।।ধ্রু।।
ব্রজেন্দ্রনন্দন হরি নবদ্বীপে অবতরি
জগত ভরিয়া প্রেম দিল।
মুঞি সে পামর-মতি বিশেষে কঠিন অতি
তেঞি মোরে করুণা নহিল।।
শ্রীরূপ স্বরূপ সাথ সনাতন রঘুনাথ
তাহাতে নহিল মোর মতি।
বৃন্দাবন রসধাম চিন্তামণি যার নাম
সেহো ধামে না কৈলুঁ বসতি।।
বিশেষে বিষয়ে রতি নহিলে বৈষ্ণবে মতি
নিরবধি ঢেউ উঠে মনে।
নরোত্তমদাস কয় জীবার উচিত নয়
শ্রীগুরুবৈষ্ণবসেবা বিনে।।