ভবসিন্ধু কর পার চৈতন্য গোঁসাই।
তোমা বিনা ভক্তিদাতা আর কেহ নাই।।
কেবা জানে রসরঙ্গ কর কার সনে।
কেন নাহি গেল প্রাণ শ্রীনিবাস সনে।।
কর্ণামৃত গ্রন্থ আর শ্রীগীতগোবিন্দ।
আর কার মুখে (শুনিব) রাত্রিদিন।।
প্রেমের সায়র প্রভু করুণা প্রচুর।
আর কি হেরব রে আচার্য্য ঠাকুর।।
শ্রীলোকনাথ প্রভু যারে সমর্পণ কৈল।
হেন প্রভু শ্রীনিবাস আগে পলাইল।।
কেবল ভরসা আছে শ্রীনিবাস নাম।
শ্রীনিবাস নাম করি যাউক পরাণ।।
তবে সে পাইব আমি শ্রীকৃষ্ণচৈতন্য।
নরোত্তম দাস তবে হইবে সুধন্য।।