ভোজনের অবশেষে দিয়ে আচমনি
সুবর্ণ খড়িকা দিল দন্ত ধাবনি।।
আচমন করি প্রভু বসিলা আসনে।
কর্পূর তাম্বুল দিল ও চাঁদ বদনে।।
সুগন্ধি চন্দনে (পূর্ণ ) কৈল কলেবর।
দিব্যমালা পরাইল হৃদয় উপর।।
তাম্বুল খাইয়া প্রভু করিলা শয়ন।
পদসেবা করে কেহ করয়ে ব্যজন।।
নরোত্তম দাসের মনে এইত লালসা।
জন্মে জন্মে প্রভুর চরণে রহু আশা।।