মথুরার পথে সখি কি দেখিয়ে আর।
দেখিতে দেখিতে তনু বিদরে আমায়।।
সজনী পিয়া মোর যায় মধুপুর।
পথে লই চলে তারে দারুণ অক্রূর।।ধ্রু।।
এ রূপ যৌবনে আমি কি আর করিব।
পিয়ার সঙ্গতি আমি মধুপুরে যাব।।
যে গতি পিয়ার মোর সে গতি আমার।
গোপাল দাসেতে কহে পিয়া সে তোমার।।