মথুরায় হাট হৈতে ফিরিয়া আসিতে পথে
কানে কানে বহিছে যমুনা।
কুমারের চাক যেন ঘুরণি উঠিছে হেন
দেখি সভে হইল বিমনা।।
বড়াই কহ কি উপায়ে হৈব পার।
সাঁতারের নদী নয় নামিতে লাগিছে ভয়
দেখি প্রাণ কাঁপিছে আমার।।ধ্রু।।
জল নহে কালো মেঘ পবন জিনিয়া বেগ
দেখি তনু কাঁপয়ে তরাসে।
ভুজঙ্গ কুম্ভীর ভাসে মীন পলায় ত্রাসে
নামি ইথে কেমন সাহসে।।
এক-হাঁটু জল দেখে এখনি গিয়াছি বিকে
কোথা হৈতে আল্য এত পানি।
হেন সভে অনুমানি জপিয়া সে মন্ত্র-খানি
এত-খানি কৈল সেই দানী।।
প্রণাম তাহার পায় তাই দিব যাহা চায়
কৃপা করি পার করুক আসি।
যদুনাথ দাস বোলে তরী সাজি হেন বেলে
দিল দেখা গোকুলের শশী।।