মথুরা নাগরী রূপ হেরি হেরি
লাগল রসের লেহা।
কি জানি কি করে কোথা না আছয়ে
ছাড়িয়া আপন গেহা।।
নটবর বেশ সুখের লালস
ঐছন দেখিয়া থাকি।
নহি স্বতন্তর পরবশ হয়া
থাকিয়ে এ বাঁধা পাখী।।
গৃহপতি মোর বড় খরতর
কথায়ে যাতনা দেই।
মনের মরম আপন বেদন
শুন গো মরম-সই।।
যত সখীগণ অতি সে মগন
দেখিয়ে দোঁহার রূপ।
অতি সে রসের লহরী উঠল
উঠল রসের কূপ।।
কৃষ্ণ বলরাম দেখিয়া দুজন
ধরিতে না পারে হিয়া।
চণ্ডীদাস কহে ও রূপ দেখিতে
কুল শীল যাবে দিয়া।।