মথুরা সঞে হরি করি পথ চাতুরি
মীলল নিরজন কুঞ্জে।
দ্রুম-পশু –পাখিকুল বিরহে বেয়াকুল
পাওল আনন্দ পুঞ্জে।।
বরজ-নারিগণ বিরহে অচেতন
পুলকিত পাওল পরাণ।
দাব-দগধ যেন ছটফটি জীবন
যৈছন অমিয়া-সিনান।।
দেখ রাধামাধব মেলি।
দরশে পুলক দেহ ঘামহি নদী বহ
চীত-পুতলি সম ভেলি।।
কাঁপয়ে ঘন ঘন অনিমিখ-লোচন
ঢরকি ঢরকি পড়ু লোর।
কহইতে থর থর থকিত কণ্ঠ-স্বর
দুহুঁ বি-বরণ দুহুঁ ভোর।।
হোই সচেতন কি কহব নাহি জান
যৈছন দারিদ-হেম।
এ রাধামোহন কহ ইহ অনুপম নহ
প্রাণদ ঐছন ক্ষেম।।