মথুরা সঞে হরি করি পথ চাতুরি
আওল নিরজন কুঞ্জে।
দ্রুম পশু পাখি কুল পরম বেয়াকুল
পাওল আনন্দ পুঞ্জে।।
বরজ নারিগণ বিরহে অচেতন
পুন কিয়ে পাওল পরাণ।
দাব দগধ জন ছটফট জীবন
যৈছন অমিয়া সিনান।।
দেখ রাধামাধব মেলি।
দরশে পুলক দেহ ঘামহি নদী বহ
চীত পুতলি সম ভেলি।।
কাঁপয়ে ঘন ঘন অনিমিখ লোচন
ঢরকি ঢরকি পড়ু লোর।
কহইতে ঘরঘর থকিত কণ্ঠস্বর
দুহুঁ বিবরণ পুন ভোর।।
হোই সচেতনে কি কহব নাহি জানে
যৈছন দারিদ হেম।
গোবিন্দদাস কহ অনুপম আর নহ
প্রাণদ যৈছন ক্ষেম।।