মনের আনন্দ সখী মন্দ মন্দ
ঝুলায়ত দুহুঁ সুখে।
আর সখীগণ সুগন্ধি চন্দন
তাম্বুল দেয়ই মুখে।।
বেগ অবশেষে পাঞা অবকাশে
পরাগাদি লৈয়া করে।
নাগর নাগরী অঙ্গের উপরি
বরিখে আনন্দভরে।।
কোন সখীগণ করয়ে নর্ত্তন
মোহন মৃদঙ্গ বায়।।
বিবিধ যন্ত্রেতে রাগগণ তাতে
আলাপি সুস্বরে গায়।।
হেরিয়া বিহ্বল দেবনারীকুল
ঊর্দ্ধ্ব পথে সভে রহে।
পুষ্প বরিষণ করে অনুক্ষণ
এ দাস উদ্ধবে কহে।।