মন্দিরে যাইয়া সুবল রাই না পাইল।
কান্দিতে কান্দিতে সুবল গমন করিল।।
খুঁজিতে খুঁজিতে যায় কদলীর বন।
যেথা বিনোদিনী রাই ক্রোধাবেশ মন।।
ললিতা বলয়ে সুবল দেখ রে কানন।
কৃষ্ণের ধবলী চোয়া কৈল বিনাশন।।
রাজার কি রাজ্য নহে এ কি অবিচার।
কোন্ গর্ব্ব করে সেই নন্দের কুমার।।
কংস রাজা মহাতেজা তাহার প্রজাই।
ঘরে ঘরে জোগাই কর মজুরা না খাই।।
যাব রাজা কংসের কাছে ভেঙ্গে দিব ভূর।
গরুবাছুর বিকাইব গর্ব হবে চূর।।
এ কথা শুনিয়া সুবল দূরে পলাইল।
যদুনাথ ভণে রাই সুবলে ডাকিল।।