মন্দ মন্দ গতি চলন-চাতুরী
কুঞ্জর-গমনে চলি।
যেমন কুঞ্জর চলন সুন্দর
এ দুই চলন ভালি।।
মদনমোহন নবঘন-শ্যাম
ফিরায়ে আপন বেশ।
কাঁধে লই বীণা নবঘন-শ্যাম
পরিমলে ভুলে দেশ।।
চলিতে চরণে বাজয়ে সুতানে
বাজল নূপুর পায়।
ফুলের সৌরভে অলিকূল যত
যূথে যূথে সব ধায়।।
দূর হৈতে রাই দেখি নবরামা
বিস্মিত হইলা চিতে।
কোন নবরামা কাঁধে যন্ত্র করি
আমারে আইল নিতে।।
এই অনুমান করে দুই জন
রাধা বলে হের দেখ।
রাধার বচনে দেখে মুখ তুলি
চন্দ্রবদনী সুখ।।
হেনই সময় আসিয়ে মিলন
সেই সে মাধবী-তলে।
নব পরিচয় চণ্ডীদাস তাহা
হাসিয়া হাসিয়া বলে।।